শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

পঞ্চগড় সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ 

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ 

পঞ্চগড় সুগার মিলের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ পাওনা টাকা আদায়ের দাবিতে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) সুগার মিল শ্রমিক কর্মচারীদের অফিস ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেরা হয়। মিছিলটি সুগার মিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।

এ সময় বক্তারা বলেন, পঞ্চগড় সুগার মিলে ২৬৭ জন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীর ১০ কোটি টাকা বকেয়া রয়েছে। চাকরি জীবন শেষ করলেও আজ পর্যন্ত গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ টাকা তারা পায়নি। এতে করে শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। 

সমাবেশে অবিলম্বে বকেয়া টাকা পরিশোধ করার জোর দাবি জানানো হয়। সমাবেশে পঞ্চগড় সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি মো. নাইবুল হক, সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ-২, অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক  ফেরদৌস ইমাম সহ অন্যরা বক্তব্য রাখেন। 

পরে বিক্ষোভ সমাবেশ শেষে পঞ্চগড় সুগার মিল কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করা হয়। এবিষয়ে পঞ্চগড় সুগারমিলের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন,  ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা নিবো।

টিএইচ